লাকসাম ও মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৭

তাজুল ইসলাম এমপি বললেন

জনগণের কল্যাণে কাজ করতে হবে

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে জনগণের কল্যাণে কাজ করতে হবে সব সময়। স্বেচ্ছাসেবক লীগের ব্রত হলো-অন্যায়, অসত্য, জঙ্গিবাদ, মিথ্যাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আসন্ন জাতীয় নির্বাচনে উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকতে হবে। সব অপশক্তি রুখে দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা হলেই অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার সুফল এ দেশের জনগণ ভোগ করতে পারবে।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক দুুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।

গতকাল সকালে লাকসামের অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামিম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু তাহের, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা যুবলীগ সদস্য মো. মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, যুবলীগ সদস্য মাহবুব মোর্শেদ ফারুক, চেয়ারম্যান ওমর ফারুক, মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শিহাব খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু ছায়েদ, জাহাঙ্গীর আলম, শম্ভু সাহা, আলমগীর কবীর, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম টুটুল, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, দফতর সম্পাদক শাহ আলম খান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাফ হোসেন প্রমুখ।

লাকসামে অনুষ্ঠান শেষে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ২০২১ সালের পর আমাদের দেশে আর বেকারত্ব থাকবে না। দেশেই অনেক কর্মক্ষেত্র সৃষ্টি হবে। আমাদের সন্তানদের আর মালয়েশিয়া-সিঙ্গাপুর যেতে হবে না। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত রাষ্ট্র। আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে, সে উন্নত রাষ্ট্রের মালিক হবে।

মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহেলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সহসভাপতি মো. সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক শহিদ উল্লাহ, শিক্ষাবিষয়ক প্রফেসর আবদুর রশিদ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুল মতিন, সদস্য প্রফেসর সাফায়েত উল্লাহ, চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, কামাল হোসেন, আবদুল মন্নান, জিয়াউর রহমান শাহিন জিয়া, আল-আমিন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, যুগ্ম আহ্বায়ক মো. বেল্লাল হোসেন, রুহুল আমিন, মো. দেলোয়ার হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন নিক্সন, আনোয়ার হোসেন আনু, ইমরুল হাসান ফয়সাল, জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। পরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist