বরিশাল প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৭

‘৫ জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট দেয়নি’

সেই ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। এমনই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সরকারি খরচে হেলিকপ্টারে প্রচারণা চালাবে, আর বিএনপি নেতারা কোর্টের বারান্দায় দৌড়াবে,তা হবে না। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর অশি^নী কুমার টাউন হলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হলে কি হয়, বিগত উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষ দেখেছে। আওয়ামী লীগ জোর করে ভোট কেড়ে নেয়। প্রশাসনের সহায়তায় তাদের ভোট ডাকাতি প্রতিহত করতেই আগামীতে শেখ হাসিনার সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মহানগর বিএনপি’র সদস্য সংগ্রহের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহসভাপতি বেগম সেলিমা রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, জেবা খান, সাবেক এমপি আবুল হোসেন খান প্রমুখ।

গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর অশি^নী কুমার টাউন হলে মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সদস্য পদ নবায়ণের মধ্য দিয়ে মহানগর বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন মির্জা ফখরুল। দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন মির্জা ফখরুল। আজও একই স্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের উদ্ধোধন করার কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist