নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুলাই, ২০১৭

মোবাইল নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন সেবার চূড়ান্ত অনুমোদন

ফোন নাম্বার ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন তথা এক সিমেই সব অপারেটরের সুবিধা তথা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সেবা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন, এমএনপির ফাইলটি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে এটা অনুমোদন পেল। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনুমোদনের জন্য পুনরায় সংশোধিত গাইডলাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাই। তার অনুমোদনের পর আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এমএনপি সেবার জন্য সব অনুমোদন গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। মোবাইল অপারেটরদের গ্রাহক পর্যায়ে এই সেবা দেওয়ার জন্য কারিগরি (টেকনিক্যাল) বিষয়ে প্রস্তুতি নিতে সর্বোচ্চ ৬ থেকে ৯ মাস লাগতে পারে। এর মধ্যে জনগণকে তারা এই সেবা দিতে পারবে বলে আশা রাখি।’

গত বছর মে মাসে প্রধানমন্ত্রী এমএনপি সেবার চূড়ান্ত অনুমোদন দিলেও পরবর্তীকালে গাইডলাইন আবারো সংশোধন করা হয়। ভয়েস কল ও ইন্টারনেটের উচ্চমূল্য, দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, নেটওয়ার্ক সমস্যা, ভয়েস কলের নিম্নমান এবং গ্রাহকসেবার অসন্তোষ মেটাতে এমএনপি সেবা চালুর উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর লাইসেন্স পেতে ইচ্ছুক আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে এই কমিশন। গতকাল তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

কমিশনের পরিচালক (লাইসেন্সিং) এমএ তালেব হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের যোগ্যতা, শেয়ারহোল্ডার প্রতিষ্ঠানের শেয়ার ধারণের ক্ষমতাসহ বিস্তারিত বিষয় ও নিয়ম-কানুন উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, কমিশনের ওয়েবসাইটে এমএনপি সেবার গাইডলাইন দেওয়া হয়েছে।

২০১৩ সালের ১৩ জুন বিটিআরসির দেওয়া এক নির্দেশনায় মোবাইল ফোন অপারেটরগুলোকে পরবর্তী ৭ মাসের মধ্যে এমএনপি চালু করতে বলা হয়েছে। নির্দেশনায় এমএনপি চালুর জন্য তিন মাসের মধ্যে সব অপারেটরকে একটি কনসোর্টিয়াম গঠন করতে বলা হয়েছে। কনসোর্টিয়াম পরবর্তী তিন মাসের মধ্যে এমএনপি সিস্টেম গড়ে তুলতে কাজ করে। বেঁধে দেওয়া সময় ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝিতে শেষ হলেও চালু হয়নি এমএনপি। পরবর্তীকালে এমএনপি চালুর জন্য একই বছর মে মাসে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে বিটিআরসি। ওই কমিটিকে এ ব্যাপারে একটি প্রতিবেদন দিতে বলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist