নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৭

রাজধানীর কলেজগুলোয় নেচেগেয়ে উদ্‌যাপন

এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৭২ শতাংশ। গত বছরে ছিল ৭৩ দশমিক ৫৩ শতাংশ। সব মিলিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা শিক্ষা বোর্ড। তাই এবারও রাজধানীর প্রায় প্রতিটি কলেজে এইচএসসির ফলাফল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস আর নেচে গেয়ে উদ্যাপন করেছে। অনেক অভিভাবক এবং শিক্ষকও শরিক হন সেই আনন্দে। ভিড় ঠেলে নোটিস বোর্ডে ফল দেখার চিরচেনা সেই চিত্র আর নেই। ইন্টারনেটে আগেই ফল জেনে নিয়েছে সবাই। তবুও আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে আসেন প্রিয় কলেজ ক্যাম্পাসে। বাঁধভাঙা আনন্দ-উল্লাসের বিপরীতে কিঞ্চিত বেদনার চিত্রও লক্ষ করা গেছে। প্রত্যাশিত ফলাফল করতে না পারায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, ভালো ফলাফল পেয়ে বিভিন্ন কলেজের প্রধানগণ কথা বলেন প্রতিদিনের সংবাদের সঙ্গে।

রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ : রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার এইচএসসি পরীক্ষায় গত বছরের সফলতা ধরে রেখেছে। এবার কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ। ৮৭৮ শিক্ষার্থীর মধ্যে ৮৭৭ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন। গত বছরে পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৯ শতাংশ।

এদের মধ্যে বিজ্ঞান শাখায় ৭১৮ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এরমধ্যে ৪৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা শাখায় ৮১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮০ জন, জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। মানবিক শাখায় ৭৯ শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন, জিপিএ ৫ পেয়েছেন সাতজন।

জিপিএ-৫ প্রাপ্ত বিজ্ঞান শাখার ছাত্রী ইসরাত জাহান ইমি বলেন, কোনো কোচিং করিনি। বাসায় স্বল্প পড়াশোনা আর শিক্ষকদের পাঠদানে এই সফলতা এসেছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভুঁইয়া বলেন, ‘আমরা ফলাফল দেখে আনন্দিত। গত বছরের ধারাবাহিকতা ধরে রেখেছি। কলেজের এমন ফলাফল প্রত্যাশিত।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর মোট এক হাজার ৮২১ পরীক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে ৯৫৪ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। গত বছর ছিল ৯৯.৩৪ শতাংশ।

এবার বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে এক হাজার ২৮৮ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯২১ জন। মানবিক বিভাগে ২৪৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। আর বাণিজ্যে ২৯০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, ‘পাসের হার দিয়ে শিক্ষার মূল্যায়ন করা যাবে না। গুণগত মান বিবেচনা করলে এবারের ফল ভালো। নতুন নিয়মে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় জিপিএ-৫ কমে গেছে।’

রাজউক উত্তরা মডেল কলেজ : এ বছর রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৫৭ শতাংশ। গত বছর এ কলেজ থেকে ৭৪ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এ বছর রাজউক কলেজ থেকে মোট ১৩৭০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৮৯ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৭৫ জনের মধ্যে ৭২০ জন, ব্যবসায় শাখায় ৩৮৪ জনের মধ্যে ৪৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১১১ জনের মধ্যে ২২ জন জিপিএ-৫ পান। প্রতিষ্ঠানটিতে এবারও শতভাগ শিক্ষার্থী পাস করে। গত বছর কলেজটি থেকে জিপিএ-৫ পায় এক হাজার দুই জন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুর রহমান খান বলেন, ‘ফলাফল অপ্রত্যাশিত। জিপিএ-৫ কম এসেছে এবার। এমনটা হবে ভাবিনি। দেশের প্রায় প্রতিষ্ঠানেই ফলাফলের গড় ও জিপিএ-৫ কমেছে। পরীক্ষার খাতা মূল্যায়নের কারণে এমনটি হতে পারে। তাছাড়া এবার বাংলায় পরীক্ষার প্রশ্নে একটু সমস্যা হয়েছে।’

ঢাকা সিটি কলেজ : ঢাকা সিটি কলেজে এইএসসি পরীক্ষায় এবার বেড়েছে পাসের হার। বেড়েছে জিপিএ-৫। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। যা গতবার ছিল ৯৫ দশমিক ৯৯ শতাংশ।

এবার কলেজটিতে ২৬০৩ পরীক্ষার্থীর মধ্যে ২৫৮৮ জন পাস করেছে। গত বছর ২৮১৩ শিক্ষার্থী অংশ নিয়ে ২৭০০ জন পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছে ১০৫৯ জন শিক্ষার্থী। গতবার তা পেয়েছিল ১০১৪ জন। গত বছরের তুলনায় এ বছর ফলাফল ভালো।

এ বছর বিজ্ঞান বিভাগে ১৪৬২ জনের মধ্যে পাস করেছে ১৪৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯০৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ। মানবিক বিভাগে ৯৬ জনের মধ্যে পাস করেছে ৯৪ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৯২। ব্যবসা প্রশাসন বিভাগ থেকে অংশ নিয়েছিল ১০৪৯ জন, পাস করেছে ১০৩৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান খান বলেন, ‘শিক্ষার্থীদের ফলাফলে আমি সন্তুষ্ট। ভালো ফলাফলে পেছনে ছিল শিক্ষকম-লীর প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ : রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৯৯ দশমিক ২৪ শতাংশ। এবার মোট এক হাজার ১৮১ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৮৪ জন জিপিএ ৫ পেয়েছে। এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৬৮ জন পাস করেছে ৬৬৬ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪২৪ জন। মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ১৩৯ পাস করেছে ১৩৭ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে চারজন। আর বাণিজ্য থেকে অংশ নেয় ৩৭৪ জন পাস করেছে ৩৬৯ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন।

এ বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘গতবারের তুলনায় এবার আমাদের কলেজে জিপিএ ৫ সংখ্যায় কমেছে। গুণগত মান বিচারে এবারের ফল ভালো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist