নিজস্ব প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৭

৩৫তম বিসিএস

নন ক্যাডারে আরো ১৪৬৬ জন নিয়োগ

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে আরো এক হাজার ৪৬৬ জনকে দ্বিতীয় শ্রেণিতে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি, তাদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ (গতকাল বৃহস্পতিবার) এক বৈঠকে ৩৫তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডারে এক হাজার ৪৬৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, তথ্য কর্মকর্তা ও শ্রম পরিদর্শকসহ ইত্যাদি পদ আছে। এরপর ৩৬তম বিসিএসের ক্যাডার ও নন ক্যাডারের কার্যক্রম শুরু করা হবে।’

পিএসসি সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে ২১৭ জন, সমাজবিজ্ঞানে ১১০ জন, ভৌতবিজ্ঞানে ১০৯ জন ও ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে ১১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৫৪৫ জন আর কর পরিদর্শক পদে ৮০ জনসহ ২৯টি ক্যাটাগরিতে মোট এক হাজার ৪৬৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এক বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আরেকটি বিসিএসে উত্তীর্ণদের নিয়োগের আগ পর্যন্ত আগের বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, ৩৫তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগের জন্য গত বছরের ৩০ আগস্ট সব মন্ত্রণালয়ে চিঠি দেয় পিএসসি। এ ছাড়া বেশিসংখ্যক প্রার্থী যেন নিয়োগ পান, সে জন্য কোটার প্রার্থী না পাওয়া গেলে সেখানে মেধাবীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরে সেটি মন্ত্রিপরিষদে গেলে কোটা শিথিলের সুপারিশ করা হয়। ২০১৪ সালের ১৭ জুন নন ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগেরও সুযোগ করে দেয় সরকার। ৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি, তাদের মধ্য থেকে এর আগে কয়েক দফায় প্রথম শ্রেণির নন ক্যাডার পদে ৬৯৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ওই বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি, তাদের মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করল পিএসসি।

জানা যায়, ৩৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় পাঁচ হাজার ৫১৭ জন পাস করলেও তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা ক্যাডার পাননি, তাদের মধ্যে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগ পেতে ইচ্ছুক তাদের কাছে আবেদন চায় কমিশন। দুই হাজার ৬০০ জন আবেদন জমা দেন। ২৮তম বিসিএস থেকে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা কোনো ক্যাডায় পদ পাননি, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist