নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৭

প্রার্থী তালিকা প্রণয়নের খবর সত্য নয় : জাপা

আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) কোনো প্রার্থী তালিকা প্রণয়ন করেনি, এ কারণে সেই তালিকা কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কয়েকটি মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, ওই ধরনের কোনো তালিকা আদৌ প্রণয়ন করা হয়নি। আর জাতীয় পার্টির প্রার্থী তালিকা অন্য কোনো দলের কাছে পৌঁছে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এসব সংবাদ মনগড়া, কাল্পনিক ও বিভ্রান্তিকর।’

জাতীয় পার্টির মধ্যে বিভ্রান্তি ও ধূ¤্রজাল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়ে এ ধরনের বানোয়াট খবর প্রচার করা হয়েছে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে চেয়ারম্যানের নির্দেশ অনুসারে যারা নির্বাচন করতে আগ্রহী, সেসব প্রার্থীর নাম ও জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে।

নির্বাচনের শিডিউল ঘোষণার পর জাতীয় পার্টির প্রত্যেক আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist