নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

বসুন্ধরায় ইনফিনিটিতে ক্রেতাকে মারধর

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপণিবিতান ইনফিনিটিতে এক ক্রেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ক্রেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট বিক্রয়কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ইনফিনিটি মেগা মল।

গত বৃহস্পতিবার রাতে হয়রানির শিকার হাসান মাহমুদ তুষার নামের একজন ফেসবুকে লেখেন, কেনার আগে পোশাক পরে দেখার (ট্রায়াল) জের ধরে ইনফিনিটির বিক্রয়কর্মীরা তাকে মারধর করেন। ‘আজকে ফ্যামিলিসহ নিজেই এই ঘটনার শিকার হয়ে এলাম।....কাস্টমাররা বাধা দিতে এলে ম্যানেজারসহ ১২-১৩ জন সেলসম্যান কাস্টমারদের গায়ে হাত তোলে। শেষপর্যন্ত ম্যানেজার, সেলসম্যান এবং সিকিউরিটির লোকজনের তোপের মুখে পড়ে কোনো ধরনের বিচার ছাড়াই আমাদের বাসায় ফিরে আসতে হয়েছে।’

গতকাল শুক্রবার ইনফিনিটির বসুন্ধরা শাখার ব্যবস্থাপক আনোয়ার খান বলেন, আগের দিন রাত ১১টার দিকে কয়েকজন ক্রেতার সঙ্গে একজন বিক্রয়কর্মীর বাগ-বিত-া হয়, পরে তা মারামারিতে রূপ নিয়েছিল। দুই পক্ষই টেম্পারড ছিল, অনেক শাউট হচ্ছিল; ঘটনা শুনে গিয়ে দেখি দুইপক্ষের মধ্যেই মারামারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি দুই পক্ষকেই সরিয়ে দিই। যাই হোক, এটা আমাদের ফল্ট, এ জন্য আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী, মন্তব্য করে তিনি বলেন, এতে জড়িত খ-কালীন ওই বিক্রয়কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আনোয়ারের বিরুদ্ধেও ক্রেতার সঙ্গে অসদাচারণের যে অভিযোগ তুষার তুলেছেন, তা অস্বীকার করেছেন তিনি।

ঈদবাজারে তার কথা ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ইনফিনিটি মেগা মলের ফেইসবুক পাতায় দুঃখ প্রকাশ করা হয়, সেই সঙ্গে পুরো ঘটনার দায় অস্থায়ী ও খন্ডকালীন কর্মীদের উপর চাপানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist