কূটনৈতিক প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

ভারতের সঙ্গে চালু হবে নতুন দুটি রেল রুট

মালামাল ও যাত্রী পরিবহনের জন্য ভারতের সঙ্গে আরো দুটি নতুন রেল রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র ও রেল মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ আমলের কয়েকটি রুট চালু করা হবে। এ ছাড়া নতুন দুটি রুট চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের। রেলওয়ে মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আনওয়ারুল হক এসব তথ্য জানিয়েছেন।

আনওয়ারুল হক বলেন, আগে থেকেই চিলাহাটি-হলদিবাড়ি রুট ছিল। আমরা পুনরায় রুটটি চালু করার উদ্যোগ নিয়েছি। ৭৮ কোটি টাকার প্রকল্প হবে এটি। প্রকল্পের আওতায় বাংলাদেশে ১০ কিলোমিটার রেলের ট্র্যাক তৈরি করা হবে। ভারতের দিকে রেলের রাস্তা তৈরি করা হবে সাত কিলোমিটার। ২০১৯ সাল নাগাদ এটি চালু করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ৪৭৭ কোটি টাকা ব্যয়ে আখাউড়া-আগরতলা রুটে নতুন রেল রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের দিকে ১০ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। ২০১৮ সালের মধ্যে রুটটি চালু করার সম্ভাবনা আছে। কুলাউড়া-শাহজাদপুর রুটটি পুরোনো হয়ে গেছে। ইতোমধ্যেই রুটটি চালু করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া গবেষণা করা হচ্ছে নতুন রুট ফেনী-বিলোনিয়া রেল রাস্তা তৈরির জন্য। প্রায় ২০ কিলোমিটার লম্বা হবে রাস্তাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist