রাজশাহী প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৭

গরিবের জন্য পচা গম...

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য যেসব গম এসেছে তা পচা। এ পচা গম গ্রহণ করেননি ইউপি চেয়ারম্যানরা। তবে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার বলেছেন, গুদামের সামনের গমগুলো পচা। পেছনে ভালো গম আছে। শনিবার ভালো গম বিতরণ করা হবে।

পুঠিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে দুস্থ পরিবারকে ভিজিএফ চাল সহায়তা দেওয়ার পরিবর্তে এবার গম বিতরণের সিদ্ধান্ত হয়। পুঠিয়া উপজেলায় এবার ঈদে একটি পৌরসভা ও ছয় ইউনিয়নে মোট ১৭০ টন গম বরাদ্দ করা হয়। এর মধ্যে পুঠিয়া পৌরসভায় ৪০ দশমিক ৮৮৭ টন, পুঠিয়া ইউনিয়নে ১০ দশমিক ২১৯, বেলপুকুরিয়া ইউনিয়নে ২৫ দশমিক ২১৬, বানেশ্বর ইউনিয়নে ২৪ দশমিক ২৮৭, ভালুকগাছী ইউনিয়নে ২৩ দশমিক ১৫৯, শিলমাড়িয়া ইউনিয়নে ২৫ দশমিক ৪৮২ ও জিউপাড়া ইউনিয়নে ২০ দশমিক ৩০৬ টন গম বরাদ্দ হয়েছে। প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি চালের পরিবর্তে ১৩ কেজি করে গম দেওয়ার কথা।

পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাহার আলী শাহ্, বেলপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান গাজী সুলতান, ভালুকগাছী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল করিম, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এবং জিউপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছায়েদুর রহমান জামাল জানান, যেসব গম বরাদ্দ দেওয়া হচ্ছে তা নিম্নমানের, পোকা খাওয়া ও পচা। এসব গম নিয়ে মানুষকে দিলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই তারা এসব গম গ্রহণ করেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মোহাম্মাদ মোফাজ্জল হোসেন জানান, গম নিম্নমানের ও পোকা ধরার অভিযোগ সঠিক নয়। চেয়ারম্যানরা চাল নেবেন। তাই মিথ্যা অভিযোগ করেছেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার জানান, সব গম নষ্ট নয়। গুদামের সামনের বস্তার গম নষ্ট। পেছনের বস্তার গম ভালো। পৌরসভায় যেসব গম বিতরণ করা হয়েছে তা ভালো।

রাজশাহীর দুর্গাপুর উপজেলাতেও পচা গম বরাদ্দ দেওয়ায় নেননি চেয়ারম্যানরা। ১১ হাজার ৪২৭ জনের মাঝে গম বিতরণের কথা ছিল। দুর্গাপুরের নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কিসমতগণকৈড় ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী মোল্লা জানান, গম খুবই নি¤œমানের। তা বিতরণযোগ্য নয়। ভালো গম দিলে তা গ্রহণ করা হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার সাদাত জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গমের মান খারাপ হলে চেয়ারম্যানরা নিতে বাধ্য নন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist