ফরিদপুর প্রতিনিধি

  ১৯ জুন, ২০১৭

বজ্রপাতে এক পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন মারা গেছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের চরমঈনূট ঘাটসংলগ্ন মাথাভাঙ্গা এলাকায় পদ্মা নদীর চরে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় পাশাপাশি দুটি জমিতে কাজ করা অবস্থায় নিহত হন চারজন। নিহতের মধ্যে বাবা, মা ও মেয়েসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

নিহতরা হলেন একই পরিবারের সদস্য বাবা শেখ আরজান (৪৫), মা আনোয়ারা বগম (৩৫) ও মেয়ে বিথী আক্তার (১৫)। নিহত অপরজন হলেন চরভদ্রাসনের মাথাভাঙ্গা এলাকার জমির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪০)।

স্থানীয়রা জানান, নিহতরা সকলে মাথাভাঙ্গা এলাকায় পাশাপাশি দুটি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, নিহতের মধ্যে একই পরিবারের তিনজন পাশের সদরপুর উপজেলার এবং একজন চরভদ্রাসন উপজেলার বাসিন্দা।

এদিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেলে বজ্রপাতে নিহত হয়েছেন গৃহবধূ নার্গিস আক্তার (২৬)। নার্গিস ইউনিয়নের কবিরপুর এলাকার হাজি জয়নাল আবেদীনের রেজাউল বেগের স্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist