কলকাতা প্রতিনিধি

  ১৬ জুন, ২০১৭

গরু কেনাবেচা

ভারতে সরকারি নির্দেশিকার ব্যাখ্যা তলব

ভারতে জবাই করা হবে-এমন উদ্দেশ্যে গবাদি পশু কেনাবেচা নিয়ে জারি করা সাম্প্রতিক নির্দেশিকার ব্যাখ্যা চেয়ে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গত মাসে জারি করা সেই নির্দেশিকায় মোদি সরকার জানিয়েছিল, দেশের হাটবাজারে এবার থেকে কোনো গবাদি পশুই জবাইয়ের উদ্দেশ্যে বিক্রি করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে অগ্রবাল এবং এস কে কলের অবসরকালীন বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে মোদি সরকারের কাছ থেকে এ নির্দেশিকার ব্যাপারে যথাযথ ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন। আসছে ১১ জুলাই সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি হবে।

এর আগে হায়দরাবাদের অল ইন্ডিয়া জামিয়াতুল কুরেশ অ্যাকশন কমিটি শীর্ষ আদালতে এই নির্দেশিকা বাতিলের দাবি জানিয়ে একটি মামলা করেছিল। যদিও এ দিন ওই মামলার ভিত্তিতে এই নির্দেশিকার ওপর কোনো স্থগিতাদেশ জারি করেনি মোদি প্রশাসন। সরকারপক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল পিএস নরসিমা সুপ্রিম কোর্টে এ দিন জানান, গবাদি পশুর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেই এই নির্দেশিকা জারি করেছে দেশের কেন্দ্রীয় সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist