আদালত প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

১৭ বিচারকের বিদেশ সফরে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

অধস্তন আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গত সোমবার সুপ্রিম কোর্ট এ-সংক্রান্ত এক আদেশ জারি করেন। সার্কুলারে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে ওই ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিচারকরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন বলেও বলা হয়।

হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা ওই সার্কুলারের অনুলিপি ১৭ জন বিচারকের বরাবর পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া

বিচারকদের মধ্যে ১৪ জন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার জন্য তিন মাসের কোর্সে ২৭ মে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের যাওয়ার কথা। সার্কুলারে বলা হয়, ৯ মে সুপ্রিম কোর্টের জারি করা পরিপত্র অনুসরণ না করে বিচারকদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ১৭ জন বিচারকের বরাবর প্রেরিত ওই সার্কুলারে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেকে বিদেশ গমনের আদেশ জারি করায় আপনাদেরকে বিদেশে না যেতে অত্র কোর্ট নির্দেশনা প্রদান করছে।’

উল্লেখ্য, বিচারকদের উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণে গত ২৮ মার্চ সরকারের সঙ্গে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই হয়। সরকারের তহবিল থেকে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ২০১৯ সালের মধ্যে ৫৪০ জন বিচারককে পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

গত ৩ মে আইন ও বিচার মন্ত্রণালয় ১২ জন বিচারক এবং ৮ মে আইন মন্ত্রণালয়ে কর্মরত দুজন যুগ্ম সচিবের (জ্যেষ্ঠ জেলা জজ) অস্ট্রেলিয়া সফরে আদেশ জারি করেছে। বাকি তিনজন বিচারক যাবেন সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist