সুনামগঞ্জ প্রতিনিধি

  ১৯ মে, ২০১৭

ছাতকে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার জাউয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হাবিদপুর গ্রামের মো. আবদুল কাইয়ুমের ছেলে হাফিজ মো. আবু সাঈদ ও একই উপজেলার বিনোন্দপুর গ্রামের আসদ আলীর ছেলে মো. সুলতান আলী।

জাউয়া বাজারের একটি দোকানের সীমানা নিয়ে জাউয়া সাহিত্য পাড়ার আবদুুল ওয়াহিদ এবং হাবিদপুরের আবদুল কাহারের লোকজনের মধ্যে গত সকালে দুই দফায় সংঘর্ষ হয়। প্রথম দফায় সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হন। স্থানীয় কৈতক হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত ফজরুল ইসলাম, আবদুল কাহার, আবু সাঈদ ও আবু তালেবকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান হাফিজ আবু সাঈদ।

এ ঘটনার পর আবদুল কাহারের পক্ষ আবদুল ওয়াহিদের লোকজনকে পার্শ্ববর্তী গ্রাম বিনোন্দপুরে গিয়ে ধাওয়া দেয়। ওখানে আরেক দফায় সংঘর্ষ শুরু হলে মো. সুলতান আলীসহ গ্রামের লোকজন ফেরানোর চেষ্টা করেন। এ সময় সুলতান আলী অসুস্থ হয়ে পড়েন। সুলতান আলীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান জানান, সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছেন। সুলতান আলী নামের আরেকজন বিনোন্দপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে কৈতক হাসপাতালের ডাক্তার জানিয়েছেন। সুলতান আলী কোনো পক্ষের নয় বলে জানান পুলিশ সুপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist