আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মে, ২০১৭

প্রথম কলাম

হৃদয়-হীরার দাম ১২০ কোটি টাকা!

দেড় কোটি ডলারে বিক্রি হয়েছে মানুষের হৃদয় আকৃতির একখন্ড হীরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা। হৃদয় আকৃতির হীরার মূল্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এটি। গত বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক নিলামে ওই হীরা বিক্রি হয়। খবর ডেইলি মেইলের।

৯২ ক্যারেটের নিখুঁত এই হীরা একটি মুক্তার মালার মাঝখানে বসানো রয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি গণমাধ্যমকে জানায়, হৃদয় আকৃতির হীরা এর আগে এত দামে বিক্রি হয়নি। এটা রেকর্ড।

১৮ শতকের বিখ্যাত গয়নাসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরাসি রোমেয়াঁ এট ব্যাশনস হৃদয় আকৃতির ওই হীরার নকশা করেছিল। এর আগে ২০১১ সালে হৃদয় আকৃতির একটি হীরা বিক্রি হয়েছিল এক কোটি নয় লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৮৭ কোটি ২০ লাখ টাকা। ওই হীরা ৫৬ দশমিক ১৫ ক্যারেটের ছিল। ওই রেকর্ডকে ছাড়িয়ে গেল এবারের হীরাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist