আদালত প্রতিবেদক

  ১৯ মে, ২০১৭

প্রতারণার মামলা

এমপি হারুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই

এক কোটি টাকার চেক প্রতারণার মামলায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের (বিএইচ হারুন) বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালাল আহমেদের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বজলুল হক হারুন আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ জুলাই উচ্চ আদালতের আদেশ দাখিলের ব্যর্থতায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মামলাটিতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিবাদী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তিনি বলেন, ‘বিবাদী বজলুল হক হারুনের বিরুদ্ধে আরো দুটি দুই কোটির টাকার চেকের মামলা আছে। ওই মামলায় আদালতে তার হাজিরের জন্য দিন ধার্য রয়েছে।’

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২২ আগস্ট জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ধার হিসেবে সংসদ সদস্য বজলুল হক হারুন বিভিন্ন সময়ে পাঁচ কোটি টাকা নেন। পরবর্তীতে বিবাদী সে টাকা ফেরত দেওয়ার জন্য বাদীকে ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার চেক দেন। সেই চেকের টাকা নগদায়নের জন্য বাদী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তা অপর্যাপ্ত তহবিল মর্মে ফেরত দেয়। পরবর্তীতে বাদী আইনজীবীর মাধ্যমে টাকা পরিশোধের জন্য বিবাদীকে লিগ্যাল নোটিস পাঠান। কিন্তু টাকা পরিশোধ না করায় বাদী ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist