প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার

পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহম্মদ আলী জিন্নাহর দক্ষিণ মুম্বাইয়ের মালাবার হিলসের প্রাসাদটি আড়াই একর জমির ওপর। প্রাসাদটি ভেঙে ফেলার দাবি জানালেন বিজেপি বিধায়ক মঙ্গলপ্রভাত লোঢা।

লোকসভায় সম্প্রতি পাস হয়েছে শত্রু সম্পত্তি (সংশোধনী) বিল-২০১৬। সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী বিলে কিছু সংশোধন করতে বলেন রাজ্যসভার সদস্যরা। সংশোধনীসহ বিলটি এর মধ্যেই লোকসভার দুই কক্ষেই পাস হয়েছে। এ আইন অনুযায়ী দেশভাগের সময় পাকিস্তান ও চীনে চলে যাওয়া নাগরিকদের বংশধররা ভারতে ফেলে যাওয়া সম্পত্তির ওপর কোনো অধিকার দাবি করতে পারবেন না।

এই আইনের কথা উল্লেখ করে গতকাল মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় লোঢা বলেন, ‘জিন্নার কোনো বংশধর ওই প্রাসাদের মালিকানা দাবি করতে পারবেন না। ওই বাড়িতেই দেশভাগের চক্রান্ত হয়েছিল। বাড়িটি দেশভাগের প্রতীক। তাই সেটি গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা উচিত-যা মহারাষ্ট্রের গৌরব এবং সংস্কৃতিকে তুলে ধরবে। তুলে ধরবে ভারতের অতীত গৌরবও।’

১৯৩০ সালে তৈরি হয়েছিল প্রাসাদটি। কয়েক দশক ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারেরও বাসভবন ছিল সেটি। ১৯৮২ সালের পর থেকে প্রাসাদটি অবশ্য তালাবদ্ধ। ২০০৭ সালে জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়া প্রাসাদটি মালিকানা দাবি করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। লোধা বলেন, ‘পূর্ত দফতর ওই প্রাসাদটির দেখভাল করে। সেই কাজেও কয়েক লাখ টাকা খরচ হয়। জনগণের কর-খাজনার টাকা থেকে এই অর্থ খরচ করা ঠিক নয় বলেও লোকসভায় বক্তব্য তুলে ধরেছেন এই বিজপি নেতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist