বাগেরহাট প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০১৭

বাগেরহাটে ট্রলারডুবি

চার নারীর লাশ উদ্ধার নিখোঁজ ১৮

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ চার নারী যাত্রীর লাশ উদ্ধার করেছে। আরো ১৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলার পানগুছি নদীর ছলুমবাড়ীয়া খেয়া ঘাট থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পুরাতন থানা খেয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। প্রচন্ড স্রোতের কারণে খেয়াঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে যায়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি কূলে ভেড়ার সময় মাঝ নদী দিয়ে নৌবাহিনীর একটি জাহাজ যাচ্ছিল। ওই জাহাজের প্রচ- ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৭-১৮জন নিখোঁজ রয়েছেন। পুলিশ ইতোমধ্যে চারজন নারীর লাশ উদ্ধার করেছে। উদ্ধার করা মৃতদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি।

মোরেলগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে এখনো ১৭-১৮জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist