আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

প্রথম কলাম

ফেসবুকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা!

ফেসবুক নিয়ে পরিকল্পনার শেষ নেই জনপ্রিয় এই সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। এবার ফেসবুকে যারা আজগুবি খবর ছড়ান, সন্ত্রাসবাদ উসকে দেন কিংবা সহিংসতায় ইন্ধন জোগান, তাদের ওপর নজরদারি করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছেন তিনি। তিনি বলেছেন, এ কাজ করার জন্য যে ধরনের অ্যালগরিদম তারা তৈরি করবেন, সেটি দিয়ে যেসব ফেসবুক পোস্টে সন্ত্রাসবাদ, সহিংসতা বা উসকানি থাকবে সেগুলো চিহ্নিত করা যাবে। এমনকি আত্মহত্যা ঠেকাতেও সহায়ক হবে এটি। যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির পরিকল্পনা তিনি করছেন, তাতে বহু বছর লাগবে। ইন্টারনেট সেফটি নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান মার্ক জাকারবার্গের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মার্ক জাকারবার্গ ফেসবুকের ভবিষ্যৎ সম্পর্কে তার পরিকল্পনা তুলে ধরেছেন সাড়ে পাঁচ হাজার শব্দের এক চিঠিতে। তিনি এতে বলেছেন, প্রতিদিন ফেসবুকে যে শত শত কোটি পোস্ট প্রকাশিত হয়, সেগুলোর সব পর্যালোচনা করা খুবই কঠিন। বর্তমান কাঠামো এবং প্রক্রিয়া দিয়ে তা করা সম্ভব নয়। কিন্তু ফেসবুক এখন গবেষণা চালাচ্ছে কিভাবে টেক্সট, ছবি এবং ভিডিও পর্যালোচনা বা পরীক্ষা করে সেখানে বিপজ্জনক কিছুর ইঙ্গিত আছে কি না তা বোঝা যাবে। এটা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। কিন্তু কিছু কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর এখনই এটা পরীক্ষা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist