নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০১৭

আলোচনা ছাড়া গণতন্ত্র ফলপ্রসূ হয় না : ফখরুল

নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষ সার্চ কমিটির ওপর জোর দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র কখনো ফলপ্রসূ ও কার্যকরী হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। সেটা রাষ্ট্রপতিও বলেছেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব, রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’ গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষ সার্চ কমিটি না হলে মানুষ তা কখনো মানবে না, এমন মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বরাবরই ইতিবাচক রাজনীতি করি। এই ইতিবাচক রাজনীতির মধ্য দিয়েই নির্বাচন কমিশন গঠন করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাব দিয়েছেন। এর ভিত্তিতে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন, কথা বলেছেন। এখন আমরা আশা করব, রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন; যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যোগ্য হবে।’

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist