উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০২০

গভীর রাতে রাস্তায় বৃদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে তার ছেলে রাস্তায় ফেলে রেখে চলে আসে। পরে ওই বাবাকে পুলিশ উদ্ধার করে। গত সোমবার উল্লাপাড়ার পৌর শহরের বাস টার্মিনালের পাশে নির্জন জায়গায় মো. সোবাহান আলী (৮০) কে করোনা সন্দেহে রেখে আসে তারই ছেলে মো. নজরুল ইসলাম। ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। জানা যায়, বৃদ্ধটির শ্বাসকষ্ট ছিল। তাই একে করোনা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহে তারই ছেলে ঘৃণিত কাজটি করে।

উল্লাপাড়া মডেল থানা জানায়, সোবাহান আলী উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের মানিকদহ গ্রামের মৃত রফেজ আলীর ছেলে। বৃদ্ধ বাবাকে করোনা সন্দেহে এ ফেলে রেখে যাওয়ার খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস রাত সাড়ে ১২টায় ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাওয়াক সরকারি হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার সঙ্গে মডেল থানার উপপরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী ছিলেন। জানা যায়, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোবাহান আলীকে আইসোলেশনে রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close