প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুলাই, ২০২০

সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ২১

গাজীপুরের কালীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুই বাস খাদে পড়ে এক নারী নিহত ও ২০ জন আহত হয়েছে। অপরদিকে, হবিগঞ্জের মাধবপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাসই পাশের খাদে পড়ে গিয়ে নাজনীন (৪০) নামের এক নারী নিহত হয়েছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউনিয়নের পিপুলিয়ায় দুর্ঘটনা ঘটে। নিহত দিনা নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পল্লী মঙ্গল কর্মসূচি নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছে। তারা সিলেট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। গতকাল শনিবার উপজেলার নোয়াপাড়া কররায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত আক্তার (২৫) ও ইমন আহমেদ (২৬) নারায়ণগঞ্জের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জে ফিরছিলেন ওই দুজন। তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

ফকিরহাট (বাগেরহাট) : খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৈয়দ স্বাধীন (১৬) নামের এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার মূলঘর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী বেগুনবাড়ী ব্রিজ এলাকায় বাসচাপায় মো. হেদায়েত উল্লাহ খোকন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. খাইরুল ইসলাম (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় মো. মাসুদ রানা (২২) নামে অপর এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গতকাল শনিবার সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য দুজন সোনাকান্দা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close