নিজস্ব প্রতিবেদক

  ১১ জুলাই, ২০২০

বিশেষ ফ্লাইটে ফিরে গেলেন ১৬ ভারতীয়

করোনাভাইরাস সংকটের মধ্যে বাংলাদেশে থাকা ১৬ জন ভারতীয় নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে গতকাল শুক্রবার দুপুরে তারা আসামের রাজধানী গুয়াহাটিতে পৌঁছান বলে বেসরকারি এ বিমান পরিবহন সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close