পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১০ জুলাই, ২০২০

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ৭ দিনের লকডাউন

করোনাভাইরাস সংক্রমণের বাড়-বাড়ন্ত রোখার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতার বিভিন্ন এলাকায় নতুন করে সাত দিন মেয়াদের লকডাউন শুরু হয়েছে। কোনো কোনো এলাকায় এই নিয়ন্ত্রণ কার্যকর হবে জেলাভিত্তিক তার তালিকা প্রকাশ করা হয়েছে। এসব এলাকায় কড়া হাতে সামাজিক নিয়ন্ত্রণ কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, লকডাউন এলাকায় সরকারি-বেসরকারি সব অফিস, জরুরি নয় এমন পরিষেবা, সমাবেশ, পরিবহন, বাজার, শিল্প-বাণিজ্য বন্ধ থাকবে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অফিসে না গেলেও চলবে। ওইসব এলাকায় ঢোকা-বেরোনোর ওপরে থাকবে কড়া নিয়ন্ত্রণ।

এদিকে ভারতে করোনাভাইরাসে রোজই ২২ থেকে ২৪ হাজার লোক নতুন করে আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৭৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জন। আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি দেশে করোনার জেরে মৃত্যুও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ২১ হাজার ১২৯ জনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close