নিজস্ব প্রতিবেদক

  ০৩ জুন, ২০২০

করোনায় ইউরোলজিস্ট মনজুর রশিদের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালট্যান্ট ডা. মনজুর রশিদ চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক জানান, মনজুর রশিদ চৌধুরীর ১৮ দিন আগে করোনা পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর ডা. মনজুর রশিদ চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গে মারা গেছেন চারজন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close