নিজস্ব প্রতিবেদক

  ০২ জুন, ২০২০

হজের ব্যাপারে ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেওয়া বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। এতে করে চলতি বছর হজের দুয়ার খুলতে যাচ্ছে। গত রোববার পবিত্র কাবা শরিফ ও মসজিদুন নববীসহ সব মসজিদের দ্বার নামাজিদের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়।

এরমধ্য দিয়ে আসন্ন হজ পালনের দ্বার খুলতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের হজসংশ্লিষ্টরা। দুই মাসের বেশি সময় পর রোববার তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে সৌদি সরকার উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘আমরাও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে বসে আছি।’

তিনি জানান, আগামী ১৫ জুনের মধ্যে সৌদি সরকার সব দিক বিবেচনা করে হজের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলাদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে। এখন পর্যন্ত ৬৬ হাজার যাত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি সৌদি আরব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close