নিজস্ব প্রতিবেদক

  ১১ এপ্রিল, ২০২০

‘সামাজিক দূরত্ব’ মানা হচ্ছে না এটিএম বুথে!

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে রাজধানীতে চলছে অঘোষিত লকডাউন। ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু রাজধানীর এটিএম বুথগুলোর সামনে ‘সামাজিক দূরত্ব’ না মেনে টাকা তোলার লাইনে দাঁড়াতে দেখা যায় অনেক গ্রাহককে। রাজধানীর মিরপুর ১, ১০, ১১ ও ১২ নাম্বারে জনসাধারণকে সামাজিক দূরত্ব না মেনে টাকা তোলার লাইনে দাঁড়াতে দেখা যায়।

মিরপুর ১১ নম্বরে একটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করেন স্ট্যান্ডার্ড গার্মেন্টের কর্মকর্তা মো. জুয়েল রানা। তিনি বলেন, এই মাসের বেতনের টাকা তুলতে এসেছি। বাসার জন্য কেনাকাটা করব তাড়াহুড়া করে লাইনে দাঁড়িয়েছি। সবাই যেভাবে লাইনে দাঁড়িয়েছে ঠিক আমিও সেভাবে দাঁড়িয়েছি। যদি এখানে কেউ সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াত তাহলে আমিও দাঁড়াতাম। আমাকে কেউ দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলেনি।

পোশাক শ্রমিক আসমা আক্তার বলেন, যা নগদ টাকা ছিল সব শেষ হয়ে গেছে। ব্যাংক থেকে টাকা তুলতে এসেছি। সবাই যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে আমিও সেভাবেই দাঁড়িয়ে আছি। আমাকে কেউ দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলেনি। এই বুথের নিরাপত্তাকর্মী আবিদ হোসেন বলেন, বহুবার গ্রাহকদের দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে বলেছি। যদি তারা কথা না শোনে, না দাঁড়ায়, কি করার আছে বলেন। এক কথা কতবার বলা যায়।

পল্লবী থানার এসআই মো. জাহাঙ্গীর বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা মাইকিং করে মানুষজনকে সচেতন করছি। ঘর থেকে বের না হওয়ার জন্য বার বার মাইকিং করছি। আমরা দূরত্ব বজায় রাখতে বলছি। যদি কেউ না শোনে কথা তখন কি করার আছে বলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close