চট্টগ্রাম ব্যুরো

  ৩০ মার্চ, ২০২০

করোনা মোকাবিলায় চট্টগ্রামে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ ও আক্রান্তদের ব্যবস্থাপনায় শতভাগ প্রস্তুত রয়েছে চট্টগ্রাম প্রশাসন। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এ বিষয়ে এক সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এ কথা জানান। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় করোনা মোকাবিলায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করেন অংশগ্রহণকারীরা। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সন্দেহজনক রোগীকে করোনা পরীক্ষা, কেউ আক্রান্ত হলে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া, আইসোলেশনে রেখে চিকিৎসা নিশ্চিত করা, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিসহ জরুরি সিদ্ধান্তগুলো। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য দফতরের সঙ্গে সমন্বয় করার কথাও জানানো হয় সভায়। সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দফরের প্রতিনিধি কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close