চট্টগ্রাম ব্যুরো

  ৩০ মার্চ, ২০২০

চট্টগ্রামে কেজিডিসিএল ইমার্জেন্সি প্রিপেইড

টাকা না থাকলেও মিলবে গ্যাস

চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স ৯ ঘনমিটার বহাল রেখেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। করোনাভাইরাসে গৃহবন্দি মানুষের ভোগান্তি লাঘবে এ সিদ্ধানে নেওয়া হয়েছে বলে জানা যায়। গত শনিবার পূর্বের তুলনায় ১ হাজার টাকা বাড়িয়ে করায় গ্রাহকদের তাৎক্ষণিক ভোগান্তি বিবেচনায় পুনরায় আগের নিয়ম বহাল রাখা হয়। বিষয়টি প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. সারোয়ার হোসেন।

কর্ণফুলী গ্যাসের জিএম মো. সারোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে গ্রাহকরা গৃহবন্দি। তাদের জরুরি সেবা দিতে নগরীর ষোলশহরে ও হালিশহরের রক্ষণাবেক্ষণ শাখা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে বহদ্দারহাটের ব্যাংকের শাখাটির পরিবর্তে নগরীর জামালখানে অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব শাখা ও হালিশহরের আর্টিলারী শাখা চালু থাকবে দিনের ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কেজিডিসিএল কর্তৃপক্ষের এই কর্মকর্তা আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ছুটির প্রাক্কালে নগরীতে যেকোনো ধরনের গ্যাস লাইনের ত্রুটি সারানোর জন্য সার্বক্ষণিক টিম মোতায়েন রাখা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই তারা সেখানে পৌঁছাবেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার বলেন, গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করেই এ ব্যবস্থা করা হয়েছে। তারা এখন আগের নিয়মে ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close