নিজস্ব প্রতিবেদক

  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

দর্শনার্থীতে মুখর, বিক্রি কম

দেখতে দেখতে প্রায় অন্তিম সময়ে চলে এসেছে এবারের অমর একুশে বইমেলা। মেলার শুরু থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ছুটে আসলেও বই বিক্রির বিষয়ে অংশগ্রহণকারী স্টলের কর্মীদের কণ্ঠে হতাশার সুর। তারা বলছেন, ‘এবারের মেলায় বিক্রির অবস্থা বেশ খারাপ। ২ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার পর প্রতিদিনই মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক দর্শনার্থী আসছেন। তবে তাদের বেশির ভাগই বই কেনার থেকে ঘোরাঘুরিতে মত্ত।’

অন্বেষা স্টলের এক বিক্রেতা বলেন, ‘এবার মেলায় বিক্রির পরিমাণ তুলনামূলক অনেক কম। যারা মেলায় আসছেন, তাদের বেশির ভাগই ঘোরাঘুরি করছেন। কেউ কেউ এসে বই হাতড়িয়ে দেখছেন। বই কিনছেন এমন সংখ্যা খুব কম।’ তিনি বলেন, ‘এবারের মেলায় প্রথমদিকে বিক্রি তেমন একটা হয়নি। গত সপ্তাহ থেকে কিছু বিক্রি হচ্ছে। তবে আগের বছরের সঙ্গে তুলনায় এবার বিক্রি অনেক কম। বিক্রি কম হলেও মেলায় কিন্তু প্রতিদিনই মানুষ আসছে।’

এদিকে গতকাল সোমবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিকালে মেলার গেট খোলার পরপরই বই ও বিনোদনপ্রেমীরা মেলা প্রাঙ্গণে ছুটে আসেন। এতে এক ঘণ্টার মধ্যেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে এদের বেশির ভাগই মেলার এদিক, সেদিক ঘোরাঘুরি করতে দেখা যায়।

রাইসা নামের এক দর্শনার্থী বলেন, ‘আসি আসি করে এতদিন বই মেলায় আসা হয়নি। আজ চলে আসলাম। মেলায় আসার মূল উদ্দেশ্য হলো ঘোরাঘুরি করা। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করব। এর মধ্যে কোনো বই পছন্দ হলে কিনে নেব।’

পরিবার নিয়ে আসা তারিক বলেন, ‘আমি প্রতি বছর বইমেলায় আসি। ঘোরাঘুরি, বই কেনা দুটিই হয়। আজ নিয়ে এবার তিন দিন মেলায় আসলাম। তবে এখনো একটি বইও কেনা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close