শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত সোমবার উপজেলার হোসনাবাদ চা বাগান এলাকার এক কৃষকের কাছ থেকে ওই বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি হোসনাবাদ এলাকায় কৃষিকাজের জন্য পাহাড় ও টিলার বনজঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে। এতে ওই লজ্জাবতী বানরটির বাসস্থানের সংকট দেখা দিলে লোকালয়ে চলে আসে।

একপর্যায়ে গত শনিবার রাতে হোসনাবাদ এলাকার হেলাল মিয়া নামে এক কৃষক তার বাড়ির পাশে ওই বানরটিকে ঘোরাফেরা করতে দেখে। ওই সময় একটি কুকুর বানরটিকে তাড়া করলে হেলাল মিয়া সেটিকে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে জানালে ওই এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘বানরটি শারীরিকভাবে ভালো রয়েছে। তবে গত দুদিন খাওয়া-দাওয়া সঠিকভাবে না হওয়ায় এটি বেশ দুর্বল রয়েছে। ওই বানরটির সেবা-শুশ্রƒষা চলছে বলেও জানান তিনি।’ তিনি আরো জানান, এটিকে স্থানীয়ভাবে লজ্জাবতী বানর বলা হয়। এই প্রজাতির বানর এখন বাংলাদেশে বিলুপ্তির পথে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close