তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২০

লোকালয়ে ক্ষুধার্ত বানর

রাজশাহীর তানোর পৌর সদরে এক সপ্তাহ ধরে একটি বানরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে পৌর সদরের বিভিন্ন পাড়া-মহল্লায় বানরটির আচমকা উপস্থিতিতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। কখনো সড়কে, কখনো বাড়ির ছাদে নতুবা উপজেলা পরিষদ চত্বরে দেখা মিলছে বানরটির।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষুধার জ্বালায় বানরটি খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেও উৎসুক মানুষের ভিড়ে ভীত হয়ে আরেক এলাকায় চলে যাচ্ছে। জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলা সদরের শিতলীপাড়া, গুবিরপাড়া, গাইনপাড়া, কেন্দ্রীয় মন্দির চত্বর ও উপজেলা পরিষদ চত্বরের আশপাশে এলাকায় খাবারের সন্ধানে বানরটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ সময় অনেকে ক্ষুধার্ত বানরটিকে কলাসহ বিভিন্ন ধরনের ফলমূল খেতে দিলেও ভয়ে বানরটি পালিয়ে যায়।

উপজেলা পরিষদের কর্মচারী তৌফিক ইসলাম, জাহাঙ্গীর আলম ও আসাদ আলী জানান, বানরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। বানরটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে এলেও উৎসুক জনতার ভিড়ে ভীত হয়ে কোনো গাছের ডালে অথবা বাসাবাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের ও উৎসুক জনতার দেওয়া খাবার খেয়ে বানরটি বেঁচে আছে। বানরটি এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি বলেও তারা জানান।

বানরটিকে কেউ সুস্থ ও জীবিত অবস্থায় ধরে দিতে পারলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close