লামা (বান্দরবান) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২০

লামায় ৩ প্রকল্পের উদ্বোধন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের

বান্দরবানের লামা উপজেলায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত তিন উন্নয়ন প্রকল্পকাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ও ইয়াংছা এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে নির্মিত প্রকল্পগুলো হলোÑ কুমারী বাজারস্থ দারুচ্ছুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসা ও পুলিশ ক্যাম্পের নবনির্মিত ভবন এবং ইয়াংছা বাজার প্রধান সড়ক থেকে কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া পর্যন্ত নবনির্মিত রাস্তা। উদ্বোধনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close