নিজস্ব প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০২০

গ্রামীণ এলাকায় ২২ সেবা দিতে কাজ করছে সরকার

বিডিএফ আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২২টি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এই সেবাগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যাবে। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত ‘রুরাল ট্রান্সফরমেশন : ক্রিয়েটিং অপরচুনিটিস ফর অল’ ফোর সেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোর সেশনের প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, ইফাদের কান্ট্রি ডিরেকটর ওমর জাফর, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পন, ইউনিসেফ সাউথ অ্যান্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অফিসের পরিচালক ড. নাগেস কুমার ও বিআইডিএসের পরিচালক ড. কে এ এস মুরশিদ।

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমার গ্রাম : আমার শহর, বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। ইতোমধ্যে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উন্নত সেবা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি, আধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত শিক্ষাব্যবস্থা, স্যুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নতি, কম্পিউটার ও হাই স্পিড ইন্টারনেট সেবা, ইলেকট্রিক যন্ত্রপাতি ও মানসম্মত ভোগ্যপণ্য পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close