নিজস্ব প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০২০

বাণিজ্য মেলা-২০২০

শিশুদের আকর্ষণ বিভিন্ন রাইডে

বাণিজ্য মেলায় সবাই কেনাকাটার জন্য গেলেও শিশুদের প্রধান আকর্ষণ বিভিন্ন রাইডের প্রতি। সন্তানের মুখে হাসি ফোটাতে অভিভাবকরা কেনাকাটার ফাঁকে ঢুঁ মারছেন শিশু কর্নারে।

রাজধানীর হাতিরঝিল থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সায়মা রহমান। সে বলে, ‘আমি দুইটা রাইডে চড়েছি। আমার খুব ভালো লেগেছে।’

বোনের সঙ্গে এসেছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সিনথিয়া আক্তার। সে বলে, ‘আমি এখানে দোলনায় উঠেছি। আমার খুব মজা লেগেছে।’

বাবার সঙ্গে এসেছে সায়েম। রাইডে চড়তে পেরে সেও খুব খুশি। আমি দোলনায় উঠেছি। ভালো লেগেছে আবার ভয়ও পেয়েছি।

বাণিজ্য মেলায় শিশুরা কেউ আসে বাবা-মায়ের সঙ্গে আবার কেউবা ভাই বোনের সঙ্গে। শিশুরা আনন্দিত বিভিন্ন ধরনের রাইডে চড়ে। তিন ভাইবোন মিলে রাইডে চড়েছে বলে জানায় চতুর্থ শ্রেণির ছাত্র মশিউর আলম। সে বলে, আমাদের রাইডে চড়তে খুব ভালো লাগে। বাণিজ্য মেলায় এলেই আমি রাইডে চড়ি।

তবে রাইড কম থাকায় অনেক সময় শিশুদের লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। পুষ্পিতা রহমান বলে, ‘আমি দোলনায় চড়ায় জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি।’ সন্তানদের খুশিতে অভিভাবকরাও খুশি। সিরাজ উদ্দিন নামে একজন বলেন, ‘ছেলেকে নিয়ে এসেছি রাইডে চড়ানোর জন্য।’

ডেমরা থেকে এসেছেন রমিজ মিয়া। তিনি বলেন, ‘বাচ্চাকে দোলনায় উঠাইছি, গাড়িতে উঠাইছি। ওদের বিনোদনের জন্য নিয়ে এসেছি।’

নাতিকে সঙ্গে করে নিয়ে এসেছে রবিউল ইসলাম। তিনি বলেন, ‘মেলায় ঘোরাঘুরির ফাঁকে রাইডে চড়তে পেরে তার নাতি খুব খুশি। মেলার পাশে বিনোদনের এই ব্যবস্থা ভালোই লাগে। শিশুরা মজা করে খেলতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close