নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০২০

বাণিজ্য মেলা-২০২০

ক্রেতা টানছে ‘বেস্ট বাই’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেন ক্রেতা টানার প্রতিযোগিতায় নেমেছে গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’। মেলার ১৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে গৃহস্থালি প্লাস্টিক, ফার্নিচার, মেলামাইন, স্টেশনারি, বাইসাইকেল, ইলেকট্রনিক্সসহ প্রায় ৩ হাজার পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড়।

বেস্ট বাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম বলেন, দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে মানুষ তাদের প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য এক ছাদের নিচে পেতে চায়। এ কারণে গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র বেস্ট বাই ইতোমধ্যে সব-শ্রেণির মানুষ বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্রেতার চাহিদা বিবেচনা করে বেস্ট বাই সবসময় নিত্যনতুন পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে চায়। এবারের মেলায় ৩ হাজার পণ্যের মধ্যে ১০০টিই নতুন পণ্য। বেস্ট বাই-এর হেড অব মার্কেটিং মেহেদী হাসান বলেন, মেলার প্রথম ১৪ দিনে ভালো সাড়া পাওয়া গেছে। আশা করি মেলার বাকি দিনগুলোতে আশানুরূপ সাড়া পাওয়া যাবে। তিনি বলেন, মেলায় বেস্ট বাই প্যাভিলিয়ন থেকে পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া ৩ হাজার টাকার ফার্নিচার পণ্য কিনলে ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি।

এদিকে, মেলা উপলক্ষে এসকোয়্যার ইলেকট্রনিকস নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। যারা কিস্তিতে পণ্য কিনতে চান তাদের জন্য শূন্য শতাংশ ইন্টারেস্টে নির্ধারিত ২৮টি ব্যাংক থেকে সর্বোচ্চ ১২ মাসের ঊগও-এ পণ্য কেনার সুযোগ রয়েছে। এছাড়া মেলায় আগত অতিথিদের জন্য রয়েছে প্রতিদিন, সাপ্তাহিক ও গ্র্যান্ড র‌্যাফেল ড্রতে ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্ট টিভিসহ আকর্ষণীয় সব উপহার জিতে নেওয়ার সুযোগ। প্রতি শুক্রবার রেগুলার অফারের পাশাপাশি রয়েছে অতিরিক্ত ডিসকাউন্ট, যা পাওয়া যাবে শুধু বাণিজ্য মেলা প্রাঙ্গণে। যাদের মেলায় যাওয়ার সুযোগ নেই, তারা নগদ মূল্যছাড়, ফ্রি গিফট, ফ্রি ইনস্টলেশন অর্থাৎ বাণিজ্য মেলার সব অফার উপভোগ করতে পারবেন এসকোয়্যার ইলেকট্রনিকসের অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডারের মাধ্যমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close