নিজস্ব প্রতিবেদক

  ১৬ ডিসেম্বর, ২০১৯

ভারত জোর করে কাউকে পাঠাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না। কিন্তু এখানে এলে না খেয়ে থাকতে হবে না, এমন ধারণার ফলে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি বৈধ প্রক্রিয়া না মেনে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে তাহলে সরকার তাদের ফেরত পাঠাবে। ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাদের তালিকা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

ভারতের জাতীয় নাগরিকত্ব তালিকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং কোনোভাবেই এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশ্বস্ত করেছে।’

নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।’

এর আগে, গত বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের আগে ‘ব্যস্ত সময়সূচি’ থাকায় ড. মোমেনের সফর বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ড. মোমেনের শেষ মুহূর্তে নয়াদিল্লি সফর বাতিলের বিষয়ে ভারত সব জল্পনা-কল্পনা সরিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘অত্যন্ত দৃঢ়’ বলে অভিহিত করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close