জাককানইবি প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপে তদন্ত কমিটি স্থগিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগকে কেন্দ্র করে আজ শুক্রবার পূর্বগঠিত তদন্ত কমিটির সভা হওয়ার কথা ছিল, কিন্তু এ বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সভা স্থগিত করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটির সভা স্থগিত করার বিষয়টি জানানো হলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৫-১৬ (এমবিএ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিন ২০১৮ সালে তাদের একটি কোর্সে মিডটার্ম পরীক্ষা ও এসাইনমেন্ট না নিয়ে মার্ক প্রদান করায় সাবেক কয়েকজন শিক্ষার্থী এই শিক্ষকের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। আজ শুক্রবার ওই তদন্ত কমিটির সভা হওয়ার কথা ছিল। এ বিষয়টি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জানতে পেরে বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের তদন্ত কমিটি স্থগিত করার বিষয়টি জানানো হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close