বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৯

দূষণ রোধের বার্তা নিয়ে ১০ ভারতীয় বাংলাদেশে

দূষণমুক্ত বিশ্ব নির্মাণ, বৃক্ষরোপণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ভারতের কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ১০ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিনিধিদলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে প্রবেশ করলে বন্দর প্রেস ক্লাবের নেতারা তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় ভারতীয় প্রতিনিধিদলের দলনেতা মহারানী কাশীশ্বরী কলেজ কলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা সাত দিনের সফরে বাংলাদেশে এসেছেন। গতকাল বৃহস্পতিবার তারা যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করবেন। এরপর রাতে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরের দিন শুক্রবার রাজবাড়িতে সবুজায়ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ঢাকার উদ্দেশ সাইকেলযোগে রওনা হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নেবেন। এরপর তারা আগামী ১৭ ডিসেম্বর ঢাকা থেকে সাইকেলযোগে কলকাতার উদ্দেশে রওনা হবেন। সবি মহল দেব আরো বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন ‘ফিরে আসুক সবুজ’ কলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারি সংস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close