নওগাঁ প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৯

নওগাঁয় ৩৫ হাজার টন পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ

জেলায় চলতি মৌসুমে মোট ৩ হাজার ৫২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ধার্যকৃত লক্ষ্যমাত্রার জমি থেকে ৩৪ হাজার ৮৮৪ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপপরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন চলতি মৌসুমে আলু উত্তোলনের পর ওই জমিতে পেঁয়াজ চাষের প্রস্তুতি গ্রহণ করছেন কৃষকরা।

উপজেলাভিত্তিক পেঁয়াজ আবাদ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে। নওগাঁ সদর উপজেলায় ২৯০ হেক্টর জমি থেকে উৎপাদন ২ হাজার ৮৭৫ মেট্রিক টন। রানীনগরে ৮৫ হেক্টর জমি থেকে ৮৪০, আত্রাইয়ে ১২৫ হেক্টর জমি থেকে ১ হাজার ২৪০, বদলগাছিতে ৩৯০ হেক্টর জমি থেকে ৩ হাজার ৮৬৫, মহাদেবপুরে ২২০ হেক্টর জমি থেকে ২ হাজার ১৮০, পতœীতলায় ১৩৫ হেক্টর জমি থেকে ১ হাজার ৩৪০, ধামইরহাটে ৭২৫ হেক্টর জমি থেকে ৭ হাজার ১৮৫, সাপাহারে ৪৪০ হেক্টর জমি থেকে ৪ হাজার ৩৬০, পোরশায় ৫৫ হেক্টর জমি থেকে ৫৪৪, মান্দায় ৮৫০ হেক্টর জমি থেকে ৮ হাজার ৪২৫ এবং নিয়ামতপুরে ২০৫ হেক্টর জমি থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩০ মেট্রিক টন পেঁয়াজ। সূত্র : বাসস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close