সংসদ প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৯

সংসদে তথ্য

ভুয়া চিকিৎসকের অনুসন্ধান চলছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভুয়া চিকিৎসক চিহ্নিত করতে অনুসন্ধানে নেমেছে সরকার। ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ওইসব চিকিৎসক খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের কাজে সহায়তা করছে র‌্যাব, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। তাদের সহায়তায় দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সংসদে অসীম কুমার উকিলের মৌখিক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য দেন। তবে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুপস্থিত থাকায় তার পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট রয়েছে। তবে আগামী বিশেষ বিসিএস অর্থাৎ ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্যপদ পূরণ সাপেক্ষে যেসব চিকিৎসক নিয়োগ করা হবে, প্রত্যেক চিকিৎসককে কর্মস্থলে দুই বছর থাকা বাধ্যতামূলক নিশ্চিত করা হবে। বিএনপির হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসক নিয়োগ করা হবে। এজন্য স্পেশাল বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৭৫০ চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close