বাকৃবি সংবাদদাতা

  ১৪ নভেম্বর, ২০১৯

বাকৃবিতে শিক্ষার্থীদের লংমার্চ

দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত ডাক্তার, রোকেয়া হলের প্রভোস্ট, হাউস টিউটর ও ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ এবং স্বাস্থ্যকেন্দ্রের মান্নোয়ন, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করে তারা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে লংমার্চ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করেন। তারা মাৎস্যবিজ্ঞান অনুষদ ও পশুপালন অনুষদ চলমান ক্লাস পরীক্ষা এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের চলমান ইন্টার্নশিপের কার্যক্রম বন্ধ করে দেন। পরে আন্দোলনকারীরা লংমার্চ করে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন রাত ১টা ১৫ মিনিটে মারা যান। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, হেলথ কেয়ার সেন্টারের অব্যবস্থাপনা ও সময়মতো অ্যাম্বুলেন্স পাওয়া না যাওয়াই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে ওই দাবিসহ মোট ৯ দফা দাবিতে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। তদন্ত কমিটি করা হয়েছে। আজকের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close