চট্টগ্রাম ব্যুরো

  ১৪ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে এনআইডি জালিয়াতিতে ইসির ২ কর্মচারী রিমান্ডে

চট্টগ্রামে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেলেঙ্কারির ঘটনার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মচারীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই কর্মচারী হলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী আবুল খায়ের ভূঁইয়া এবং মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সারওয়ার জাহান এই আদেশ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানির পর আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, গত মঙ্গলবার নির্বাচন কমিশনের অনুমতি পাওয়ার পর তাদের নিজ নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুজনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পরিদর্শক রাজেশ বড়–য়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close