প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৯

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে মৃত্যু

রেললাইনের পথ ধরে হাঁটার সময় মোবাইলে কথা বলতে গিয়ে রানীনগরে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা এবং শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগর থানার এসআই আক্তারুজ্জামান (৪৮) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রানীনগর রেলওয়ে স্টেশনে ডিউটি শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাটতে গিয়ে খুলনাগামী রূপসা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে নওগাঁ হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি। এসআই আক্তারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রানীনগর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে পশ্চিম বড়চর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে নজরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে সিলেট-আখাউড়া রেলপথে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এক কিলোমিটার দূরে পশ্চিম বড়চর নামক স্থানে ‘জালালাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হন। নিহত নজরুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close