কলকাতা প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৯

‘ভালোবাসা’ থেকে বিদায় নবনীতার

সাহিত্যিক নবনীতা দেবসেন চোখের জলে চিরতরে বিদায় নিয়েছেন। গতকাল শুক্রবার তার লাশ নিয়ে যাওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেন। এরপর সেখান থেকেই রাজ্য সরকারের উদ্যোগে প্রয়াত সাহিত্যিকের লাশ নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্দেশে। এরপর কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার রাতেই নবনীতা দেবসেনের মৃত্যুর খবর শুনে তার হিন্দুস্তান পার্কের বাড়ি ‘ভালোবাসা’র সামনে পৌঁছে গিয়েছিলেন অনুরাগীরা। গতকাল শুক্রবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় সস্ত্রীক সাহিত্যিকের বাড়িতে পৌঁছান শেষ শ্রদ্ধা জানাতে। তিনি বলেছেন, বাংলা সাহিত্যজগতের বিরাট ক্ষতি হলো।

শেষ শ্রদ্ধা জানাতে যান শ্রীকান্ত আচার্য, কবি শঙ্ঘ ঘোষ, অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, লেখিকা তিলোত্তমা মজুমদার, লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়সহ সাহিত্যজগতের বিশিষ্টজন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন নবনীতা দেবসেন। তাদেরই দুই মেয়ে অন্তরা ও নন্দনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close