জাবি প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০১৯

জাবি উপাচার্যকে ‘প্রতিরোধের’ ডাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আন্দোলনকারীরা আগামীকাল বুধবার থেকে উপাচার্যের প্রশাসনিক কার্যক্রমে ‘বাধা’ দেবেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বুধবার থেকে উপাচার্যকে কোনো প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে দেয়া হবে না। তাকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। আর উপাচার্যের স্বাক্ষরিত কোনো অফিস আদেশ আমরা মানব না।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘একাধিক ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি, উপাচার্যের দ্বিমুখী বক্তব্য, সংবাদমাধ্যমের তথ্য, প্রকল্প নিয়ে লুকোছাপা, টেন্ডারের শিডিউল ছিনতাইয়ের বিচার না করা, তদন্তের মুখোমুখি হতে ভয় পাওয়া, আন্দোলন দমাতে নোংরা নীতি অবলম্বনÑ এসব কিছুই দুর্নীতির সঙ্গে উপাচার্যের সংশ্লিষ্টতা প্রমাণ করে। আমরা এমন দুর্নীতিগ্রস্ত উপাচার্যকে মেনে নিতে পারি না।’ এ সময় অধ্যাপক মো. খবির উদ্দিন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান প্রমুখসহ ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close