আন্তর্জাতিক ডেস্ক

  ২২ অক্টোবর, ২০১৯

৩ হাজার বছরের কফিন!

মিসরের লুক্সোর শহরে মমিসহ ৩০টি প্রাচীন কাঠের কফিন পাওয়া গেছে। গত এক শতাব্দীতে সবচেয়ে বেশি কফিন উদ্ধারের ঘটনা এটিই। দেশটির প্রতœতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় তথ্য জানায়। এতে বলা হয়েছে, লুক্সোরের পশ্চিম তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন এসব কফিন। এগুলোর ভেতর আছে নারী, পুরুষ ও শিশুদের মমি। এখনো অক্ষত অবস্থায় রয়েছে কফিনগুলো। এমন কি এর গায়ে যে অলঙ্করণ করা হয়েছে বা নকশা আঁকা আছে তা বিন্দুমাত্র নষ্ট হয়নি। কফিনগুলো ৩ হাজার বছরের পুরোনো বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।

মিসরের প্রতœতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, মমিগুলো নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের।

কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী তা ২২তম ফারাওনিক রাজবংশের। এ রাজবংশের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে। সরকারের তরফ থেকে আরো জানানো হয় এই মমি ও অক্ষত কফিন প্রমাণ করে তৎকালীন মিসরে রসায়ন বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছিল। এটা মানব জাতির জন্য আনন্দের খবর। বিশেষ করে মিসরবাসীর জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close