পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৯

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চালু হচ্ছে আজ

কুড়িগ্রাম এক্সপ্রেস নামে আরো একটি আন্তনগর ট্রেন আজ বুধবার চালু হচ্ছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির উদ্বোধন করবেন। ট্রেনটি উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে রেল কর্তৃপক্ষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়াও আন্তনগর এ ট্রেনটি অন্য নামেও চালু হতে পারে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে ‘পঞ্চগড় একপ্রেস’ নামে আন্তনগর ট্রেন ঢাকা রুটে চালু করা হয়। রাজধানীর কমলাপুর থেকে ছাড়ার পর ট্রেনটি পার্বতীপুর স্টেশন হয়ে কুড়িগ্রাম পৌঁছাবে। আজ সাপ্তাহিক বন্ধের দিন থাকায় ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে পার্বতীপুর স্টেশন পৌঁছে বিরতি নিয়ে আবার কুড়িগ্রামে ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার ট্রেনটি নির্দিষ্ট সময়ে একই রুটে চলাচল করবে। কুড়িগ্রাম থেকে ঢাকা রুটে সপ্তাহে ছয় দিন চলাচল করবে এই ট্রেনটি। ১৪টি কোচ যুক্ত করা হবে ট্রেনটিতে।

মোট ৯টি স্টেশনে বিরতি নেবে এটি। কুড়িগ্রাম থেকে ছেড়ে ট্রেনটি রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, শান্তাহার, মাধনগর, টাঙ্গাইল, মৌচাক ও বিমানবন্দর রেলস্টেশনে বিরতি নিয়ে কমলাপুর স্টেশনে থামবে। এই ট্রেনের পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ দেওয়া শাটল ট্রেনটিও নিয়মিত চলবে এ রুটে। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রায় ট্রেনটিতে আসন থাকবে ৬২৬টি। আর কুড়িগ্রাম যাত্রায় থাকবে ৫৯৬টি আসন সুবিধা। সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে এবং কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close