গাজীপুর প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৯

শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের প্রতীক : মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আজকে এই সরকার উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রতীক হিসেবে বিশ্বের কাছে পরিচিত হচ্ছেন। কিন্তু সম্পদ চলে যাচ্ছে মাত্র গুটিকয়েক লোকের হাতে। ঋণখেলাপি, সরকারি প্রকল্পের অতি মূল্যায়ন, অর্থ-সম্পদ লুট, বিদেশে টাকা পাচার, বাংলাদেশে একটি দুর্বৃত্তের ধারা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান শুরু করেছেন। বলেছেন, যখন ধরেছি, তখন ছাড়ব না। আমিও বলিÑ যখন ধরেছেন, এদের ছাড়বেন না।

গতকাল সোমবার গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, উন্নয়ন করতে হলে সম্পদের সমবণ্টন করতে হবে, সমতা ফিরিয়ে আনতে হবে। সামাজিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা পেছনে তাকাতে চাই না। সামনে আমাদের স্বাধীনতার ৫০ বছর। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। স্বাধীনতার ৫০ বছর পেয়েছি, মুক্তি পেলাম না আমরা। আসুন সেই মুক্তির লড়াই করি আমরা। সেই মুক্তির লড়াইয়ে আমরা এগিয়ে যাই।

ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি আবদুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি মনোজ কুমার গোস্বামী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close