সংসদ প্রতিবেদক

  ১৪ অক্টোবর, ২০১৯

আইপিইউ সম্মেলন শুরু

নারীর ক্ষমতায়নে কাজ করতে হবে : স্পিকার

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম সম্মেলন গতকাল রোববার থেকে শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ শীর্ষক সভায় অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর ক্ষমতায়নে সব দেশের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বলা হয়েছে, ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানসের সভাপতি ও সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচের সভাপতিত্বে ওই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা ও শবনম জাহান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া সভায় ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির রেপোর্টিয়ার হিসেবে ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০ : দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। উল্লেখ্য, গতকাল থেকে শুরু হওয়া এই সম্মেলন আগামী ১৭ অক্টোবর শেষ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close