নিজস্ব প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৯

আবরার হত্যাকাণ্ডে ড. কামালের উদ্বেগ

আবরার হত্যাকান্ড সভ্যতা, সংবিধান ও স্বাধীনতার ওপর আঘাত করেছে উল্লেখ করে গণফোরাম সভাপতি এবং সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, দেশের ছেলেদের পশুতে পরিণত করা হচ্ছে। কী ভয়াবহ একটা অবস্থা। এটা থেকে দেশকে মুক্ত করতে হবে। আসুন আমরা দলমত নির্বিশেষে এ কাজের জন্য এগিয়ে যাই। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ড. কামাল হোসেন বলেন, যেভাবে একটি মেধাবী ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। এ রকম ঘটনা যারা ঘটিয়েছে তারা জানোয়ার, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যে রাজনীতি ছেলেদের পশুতে পরিণত করেছে, তা থেকে দেশের শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, দেশ আজ ধ্বংসের মুখোমুখি। জনগণের মালিকানা জোরপূর্বক ছিনতাই করে ক্ষমতা দখলের কারণে আজ গণতন্ত্রের শেষ চিহ্নটুকুও মুছে যেতে বসেছে। দেশে সুশাসন নেই। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সব অঙ্গ ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশের পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে তা থেকে মুক্ত হতে সুশান প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close